সুখবর দিলেন মুমিনুল

0
81

মহামারি করোনাভাইরাসের থাবা লেগেছে বাংলাদেশের ক্রিকেটেও। এরইমধ্যে আক্রান্ত হয়েছেন অনেকেই, সুস্থও হয়েছেন সবাই। সবশেষ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক দিয়েছেন সুস্থ হবার খবর। গত ১০ নভেম্বর সস্ত্রীক করোনা আক্রান্ত হবার কথা জানান মুমিনুল হক। আক্রান্ত হবার পর বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন দুজনে।

দীর্ঘ দশদিন করোনাভাইরাস বয়ে বেড়ানোর পর মুক্তি পেয়েছেন। অবশেষে বৃহস্পতিবার রাতে করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে মুমিনুলের। ফলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে আর কোনো বাধা রইল না টাইগারদের টেস্ট অধিনায়কের। গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলবেন তিনি।

করোনা থেকে মুক্তি পাওয়ায় মুমিনুল বলেছেন, ‘দুশ্চিন্তামুক্ত হলাম। কদিন বাদেই টুর্নামেন্ট, দ্রুত মাঠে ফিরতে হবে। ইনশাআল্লাহ্‌, কোনো সমস্যা হবে না আশা করি।’ মুমিনুলের দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মিঠুন। আগামী ২৬ নভেম্বর বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে গাজী গ্রুপ চট্টগ্রাম।