রানীশংকৈলে ঈদ উপহার নিয়ে হতদরিদ্রদের পাশে ঐতিহ্যবাহী প্রগতিক্লাব

0
110

রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দেশে প্রাণঘাতী করোনা পরিস্থিতি মোকাবেলায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রগতিক্লাবের উদ্যোগে ২২ মে (শুক্রবার) জুম্মাতুলবিদার নামাজ শেষে পৌরসভার কর্মহীন হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে আসন্ন ঈদ উপলক্ষ্যে উপহার সামগ্রী হিসাবে দুধ ,চিনি ,খোলা সেমাই ও লাচ্ছা সেমাইয়ের প্যাকেট প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেন ক্লাব কর্তৃপক্ষ। বিতরণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন ক্লাবের সভাপতি মুনতাসির আল মামুন মিঠু ও সাধারণ সম্পাদক এস,কে সোহেল রানা মাসুম।

এছাড়াও সহ- সভাপতি মাসুদ রানা চৌধুরী, যুগ্ন সম্পাদক ইবনে মানু , ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আওলাদ হোসেন , অর্থ সম্পাদক মোহাম্মদ জুয়েল, পাঠাগার সম্পাদক মশিউর রহমান বাবু , প্রচার সম্পাদক মাহাবুব আলম , সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ করিম , কার্যনির্বাহী সদস্য, শাহানশাহ ইকবাল, রমজান আলী, মোছাম্মদ নিলুফা ইয়াসমিন লিলি, আব্দুল খালেক, আরথান আলী প্রমুখ। চলমান করোনা মোকাবেলায় এ ক্লাবের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে সভাপতি- সম্পাদক জানান।

জানা যায়, ঐতিহ্যবাহী এ ক্লাবটি স্বাধীনতাকামী শহীদ মুক্তিযোদ্ধাদের একটি সুপ্রতিষ্ঠিত ক্লাব হিসেবে পৌর শহরের মূল চত্ত্বরে আজও স্মৃতি বহন করে চলছে। আর ঐতিহ্যবাহী কুলিক নদীর ধারে রাজবাড়ির পশ্চিম পাশঘেষে বর্তমান মেইন শহরের পাকা রাস্তায় হাজারও অতীত স্মৃতির ধারক এ প্রগতিক্লাব। এভাবে ধারাবাহিক মানবসেবা, শিল্প-সাহিত্য, সংস্কৃতির ঊর্বরভুমি হিসেবে খ্যাতি রেখে এবারের করোনা মহামারিতেও যথেষ্ট্য ভূমিকা রেখেছে।