পলাশবাড়ী পৌরসভাকে ডিজিটাল ও শতভাগ শিক্ষিার ব্যাবস্থা করব

0
89

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর বুধবার দুপুরে এস এমবি স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বে-সরকারী শিক্ষক সমিতি পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি মমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।

এসময় তিনি আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।তিনি বলেন আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে এই অবহেলিত অনউন্নত বেকাররময় শহড়কে ডিজিটাল শহড়ে উপনিত করবো বেকারদের কর্মস্থান সৃষ্টি করব,পৌর সভার সব রাস্তা পাকা করণ করবো,প্রতিটি রাস্তায় পর্যাপ্ত পরিমান আলোর ব্যাবস্থা করবো, কিশোরদের বিনোদনের জন্য সব সময় খেলা ধুলা ও লেখাপড়ার প্রতিযোগিতা অব্যাহত রাখব, বাল্য বিয়া, ইভটিজিং,চাদাবাজী দুর করব।আপনরা আমার একটি ভোট দিন, আমি আপনাদেরকে পলাশবাড়ী পৌরসভাকে ডিজিটাল ও শতভাগ শিক্ষিার ব্যাবস্থা করব।

এসময় বেসরকারি শিক্ষক-সমিতির সকল সদস্যবৃন্দসহ স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।