মোংলায় কৃষি বিষয়ক ‘জলবায়ু সহনশীল জীবিকার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

0
79

মোঃ সোহেল, মোংলা প্রতিনিধি: মোংলায় কৃষি বিষয়ক ‘জলবায়ু সহনশীল জীবিকার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের জয়খাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজনের করে ‘লজিক’ প্রকল্প (লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ)। প্রশিক্ষণে অংশ নেয় জলবায়ু ঝুঁকিতে বিপদাপন্ন খানাসমূহের নারীরা।

প্রশিক্ষণে অংশ নেয়া এ সকল নারীরা লজিক প্রকল্পের সদস্যা। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ কুমার বালা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মল্লিক সেলিম আহমেদ, স্থানীয় ইউপি মেম্বর হরিবর বৈরাগী ও লজিক প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার ফেক্সিলেটর কিশোর মন্ডল এবং দীপা মন্ডল।