আজ পৃথিবী কোথায়

0
110

“আজ পৃথিবী কোথায়”

মোছঃ শারমিন আক্তার সুমী

আজি দেখো দেখো পৃথিবী কাঁপিছে থরেথরে;
আপনও মনে ভাবিয়া কাদিয়া উঠিয়াছে থরেথরে।
মানবের মাঝে কারা, লালাটে চন্দনও।
মাখিয়া ঘুরিয়া বেড়াইতেছে সাধুবেশে;
মেরুদন্ডহীন, হিং¯্র পশুর মতো হালকা মনের রেশে।

মনুষ্যত্বে নেই তাহার মন, আছে শুধু থোকায়;
ভালোবাসায় নেই তাহার মন, আছে শুধু ফাকায়;
আজ পৃথিবী কোথায়; আজ পৃথিবী কোথায় ।

ফুলে ফুলে গন্ধে গন্ধে ধুলিময় ভরিয়া ভরিয়া উঠিয়া ছিল এই বসুন্ধারা;
অতরে পাতারে বিচরণ করিয়া ধরণী ঐ হাসি কেড়ে নিলো আজিকারা।

ফুলে ফুপর গর্জে উঠিয়া ধরনী রনক্ষেত্রে করো তাহাদের ঘোষিত;
পবনে হাওয়ায় নিশীথও দিনে যাহারা বহুরুপী মানবে ভূষিত।

আশীবিষ এর মতো চেহারা যাহার ধরণী তোমারেই রাজমকুট আজ তাহারেই মস্তে
ধরণী অভিলাষ কী কখনও হয় ছিনিয়া আনিতে তােমারেই হস্তে।

না হইলে যে, পারাবারের মতো ঢেউ এসে আঘাত হানিবে ঐ নিঃস্ব কুড়ে ঘরে;
যাহারা মানুষের কলিজা বের করে ঠা ঠা করে হাসে,
যাহারা মানুষের হাড় ভাঙ্গে দিন ভরে।

থরে বিথরে আজি চাহিয়া দেখো তুমি ধরণী;
অন্যায় ছাড়া কী কখনো মানুষের মনে ভালোবাসা ভরনি।

ধরণী আজি তেমারেই লাগিয়া কেউ করিতেছে জীবনও দান,
কেউ কেড়ে নিতেছে জীবন্ত মানুষের প্রাণ;
ধরণী চোখ দিয়ে দেখো তবে যদি না থাকো অন্ধ;
শুনতে চাও শুন তবে যদি থাকে কান।

আজি মানুষের মুহুরমুহরিত গান নেই, তাহা যেথায় সেথায়;
আজ পৃথিবী কোথায়?
আজ পৃথিবী কোথায়?
আজি মানুষের ভিতরে মানুষ নেই, আছে এক হৃদয়হীন মাংশাষী শকুন,
আর মুখোস পড়া ভালো মানব বেশে;
রংধনুর সাতরংয়ের ছদ্ধ বেশে, ঘুরে বেড়ায় তাহারা দেশে দেশে।

কখনো কী বুঝিতে পারো তুমি ধরণী,
কী বা হতে চলেছে তোমারিই বুকে আজি।
কিছু মানুষ আচড়া খেয়ে কিছু স্বপন;
কিছু আশা নিয়ে তোমারিই তরে ধরেছে বাজি।

নাহি যার সৎলোকের অভ্যাস, নাহি যাহার মন্দ ত্যাগের আভাস;
হবে না জানি আজি ধরণী ঐ গরিবের মিত্র, তাই তো আজ তুই ভাবাস।
কাননে কুসুমে ভরিয়া উঠিবে কী ধরনী ঐ মানুষ নামে মহাদানবের ভিড়ে আজি
কারা ধরণী তোমায় করিতেছে শোষন, ভূষন, ঐ মহাদানবেই আজি নিজে।

ঐ নিরহ মানবের হিতসাধনে শোনিত রঙ্গে ধরণী রাঙ্গিয়ে নিবে আজি তুমি;
দেখিবে, তৃষ্ণায় কাতর হয়ে বিহঙ্গ করিবে না ছটফট,
পুষ্পে কুসুমে ভরিয়া উঠিবে ভূমি।

প্রবাহিনীর মতো ছুটে চলো ধরনি আজি; ঐ পারাবারের পানে;
যেথায় শুধু নিরহ মানব তোমারেই ঠিকানা জানে।

তাহাদের জন্য কাঁদিও না ধরণী, যাহারা তােমার বুক থেকে ছিনিয়ে আনে
নিরহ মানবের প্রাণ, যাহারা নিরহ মানবের অধিকার ভক্ষণ করে, ধরণী যাহারা
তোমার সাথে শঠতা করে প্রতিটি কথায় কথায়;
আজ পৃথিবী কোথায়; আজ পৃথিবী কোথায়।