শ্রীনগর প্রেসক্লাবে ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলুর পিপিই প্রদান

0
65

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ রোধে শ্রীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সুরক্ষা সরাঞ্জমাদী প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জন সংখ্যা বিষয়ক সম্পাদক বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু।

বুধবার দুপুরের দিকে শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাবেক সভাপতি মো. আওলাদ হোসেনের কাছে ১০ পিস পিপিইসহ মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, মুনসুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মৃধা জীবন, রাঢ়ীখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি উৎপল আহমেদ পল, যুবলীগ নেতা বিএম মাসুদ রানা প্রমুখ।

Author