নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে গোল করতে চান সাদ উদ্দিন

0
90

কলকাতার সল্টলেকে ভারতের বিপক্ষে গোল করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন সাদ উদ্দিন। সেটি গত বছর অক্টোবরে ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে।

এক বছর পর সেই সাদ উদ্দিন শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দারুণ এক ক্রসে গোল করিয়েছেন নাবিব নেওয়াজ জীবনকে দিয়ে। ডান দিক দিয়ে সামনে থাকা নেপালি দুই ডিফেন্ডারকে পরাস্ত করে নিজেকে নিয়ন্ত্রণ করে দারুণভাবে বল ফেলেছিলেন জীবনের সামনে। দেশের বর্তমানের সেরা স্ট্রাইকার জীবন চলন্ত বলে স্লাইড করে বল পাঠান জালে। পরে দর্শণীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেছিলেন মাহবুবুর রহমান সুফিল।

এ সময়ে দেশের আলোচিত ফরোয়ার্ড সাদ উদ্দিন সতীর্থকে দিয়ে গোল করাতে পেরে খুশি। এবার নিজে গোল করতে চান মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে। রোববার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাদ উদ্দিন বলেন, ‘অনেক দিন পর খেলতে নেমে গোল করতে পারিনি। তবে গোলে সহযোগিতা করতে পেরে ভালো লাগছে। চেষ্টা করবো দ্বিতীয় ম্যাচে গোল করতে। ম্যাচ বাই ম্যাচ উন্নতি করার চেষ্টা করছি। প্রথম ম্যাচে গোল করার চেষ্টা করেছি। তবে পারিনি। গোল করা মূল বিষয় নয়। দলকে সাপোর্ট দেয়ার চেষ্টা করে যাব।’

এক বছর আগে ভারতীয় দর্শকদের স্তম্ভিত করে দেয়া সাদ উদ্দিন বলেছেন, ‘অনেকদিন পর আমরা মাঠে ফিরে জয় পেয়েছি। সবাই খুশি। আমাদের সবার মন ভালো। পরের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি। আগের ম্যাচে আমাদের অনেক ভুল-ত্রুটি হয়েছে। অনুশীলনে তা সংশোধনের চেষ্টা করছি।’

নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে দলের ঘাটতি ছিল উল্লেখ করে সাদ উদ্দিন বলেছেন, ‘আগের ম্যাচে আমাদের অনেক দিকে ঘাটতি ছিল। আবার অনেক দিকে উন্নতিও ছিল। তবে যে সব জায়গায় উন্নতি হয়েছে কাতারের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সেখানে আরো উন্নতি করা উচিত আমাদের। তবে এটা বলবো- সব মিলিয়ে খারাপ না, ভালো শুরুই হয়েছে। চেষ্টা করব পরের ম্যাচে আরও ভালো করে আমরা কাতার ম্যাচের জন্য প্রস্তুতি নেবো।’

নিজেদের ফিটনেস নিয়ে সাদ উদ্দিন বলেছেন, ‘প্রথমার্ধে সবাই ভালো খেলেছে। তাই বলে দ্বিতীয়ার্ধে কেউ দাঁড়িয়ে ছিল তা নয়। সবাই চেষ্টা করেছে ভালো করার। অনেকদিন পরে খেলার কারণে কিছু খেলোয়াড়ের সমস্যা হয়েছে। অনেকে আবার ভালো করেছে। পরের ম্যাচে আশাকরি এই সমস্যা হবে না। আরও দু-চারটা ম্যাচ খেললে আশা করি আমাদের ফিটনেস ফিরে আসবে।’

প্রধান কোচ জেমি ডে’র করোনা পজিটিভ হয়েছে। তাতে দলের ওপর নেতিবাচক কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে সাদ উদ্দিন বলেন, ‘তাতে কোনো প্রভাব পড়বে না। কারণ, সবাই মানসিকভাবে শক্তিশালী আছে। সহকারী কোচ আমাদের বলে দিয়েছেন, সব বিষয়। আমরা কোচকে মিস করছি। আশা করি প্রধান কোচ আমাদের সবার মাঝে ফিরে আসবেন।’