খুলনার আফিল গেটে ১৬৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
88

আহছানুল আমীন জর্জ, খুলনা : ১৪ নভেম্বর শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট পুলিশ চেক পোষ্ট এলাকা থেকে ১৬৫ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাসের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এস আই দেবেশ কুমার মন্ডল ও এ এস আই তপন কুমার পাল আফিল গেট এলাকায় অভিযান পরিচালনা করার সময় একটি মোটরচালিত নতুন ভ্যান দ্রুত চালিয়ে আসতে দেখে তাদের সন্দেহ হয়।

এ সময় ভ্যানটিকে তল্লাশী করে ভ্যানের বডির নিচে অভিনব কৌশলে সাজিয়ে রাখা ১৬৫ বোতল ফেনসিডিল সহ যশোর জেলার শার্শা থানার রামপুর গ্রামের মোঃ মিলন সরদারের পুত্র শাহিন সরদার (২৫) কে গ্রেফতার করা হয়।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ১৬৫ বোতল ফেনসিডিল যশোরের বেনাপোল থেকে খুলনার জিরো পয়েন্টে নিয়ে যাওয়ার সময় শাহিনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মামলা নং- ৯, তাং- ১৪/১১/২০।