করোনায় আক্রান্ত সেই রাবি শিক্ষার্থী সুস্থ হয়ে ঘরে ফিরেছে

0
106

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সেই শিক্ষার্থী সুস্থ হয়ে ঘরে ফিরেছে। বর্তমানে তিনি রাজধানীর ইব্রাহিমপুরে নিজ বাসায় অবস্থা করছেন। শুক্রবার ওই শিক্ষার্থীর বাবা বিষয়টি নিশ্চিত করেছেন।

ডাক্তারের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর বাবা বলেন, করোনা শনাক্ত হওয়ার পর প্রায় ১০ দিন যাবত রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। পরবর্তীতে তার স্বাস্থ্যের উন্নতি হলে দুই দফায় করোনা পরীক্ষা করা হয়। দুবারই পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে আছে।

জানতে চাইলে মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, সে শিক্ষার্থী আক্রান্ত থাকা অবস্থায় আমি তার সাথে মুঠোফোনে সার্বক্ষণিক যোগযোগ করেছি। সে এখন সুস্থ্য হয়ে বাসায় ফিরেছে সে বিষয়ে অবগত আছি। পরবর্তীতে তার যেকোনো প্রকার সমস্যায় পাশে থাকার চেষ্টা করব।

প্রসঙ্গত, গত ১২ মে ওই শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়। এরপর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।