মোল্লারহাটে সাড়ে তিন হাজার পরিবারের মাঝে বিএনপি নেতার খাদ্য সামগ্রী বিতরন

0
93

শেখ সাইফুল ইসলাম কবির.বাগেরহাট প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন মোল্লাহাট থানা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান।

শুক্রবার দুপুরে মোল্লাহাট উপজেলার উদয়পুর,চুনখোলা,গাংনি,কুলিয়া,গাওলা,কোদালিয়া,আটজুড়ি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের তিন হাজার পাঁচশত অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে গাংনি ইউনিয়নের নাশুয়াখালি স্কুল মাঠে কুলিয়া,গাওলা ও গাংনি ইউনিয়নের সহ¯্রাধিক পরিবারের মাঝে ও অন্যান্যে ইউনিয়নের অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।

এ সময় মোল্লাহাট থানা বিএনপির সাধারন সম্পাদক সায়েদ আলী জানান, তারেক রহমানের নির্দেশনায় বিশিষ্ট সমাজ সেবক শেখ হাফিজুর রহমান প্রতিবছরের ন্যায় এ বছরও গরীব অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। তিনি মোল্লাহাট উপজেলার সকল ইউনয়নে প্রথম দফায় সাড়ে তিন হাজার কর্মহীন মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করেছেন। তার এই নিজস্ব অনুদান পেয়ে মোল্লাহাটের সকল শ্রেনীর মানুষ খুশি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোল্লাহাট থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা তরিকুল ইসলাম,যুবদল নেতা মোল্লা মাসুদ,মফিজুল ইসলাম,ছাত্রনেতা শেখ রফিকুল ইসলাম,পাভেল মাহামুদ পরশ, কুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ এনায়েত হোসেন,সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান,গাংনি ইউনয়ন বিএনপি সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক মোঃ শহীদ মোল্লা,গাওলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ কামরুল ফকিরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোল্লাহাট থানা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান জানান, করোনার দুর্যোগ মোকাবেলায় মানুষের আয় বন্ধ হওয়ায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমার ব্যক্তিগত অর্থায়নে প্রথম দফায় মোল্লাহাট উপজেলার ৭ টি ইউনিয়নের সাড়ে তিন হাজার মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছি। ঈদের পর দ্বিতীয় দফায় মোল্লাহাট উপজেলার বিভিন্ন শ্রমিক, চালক ও অসহায় পরিবারের মাঝে এ সহযোগীতা চলমান থাকবে বলে তিনি জানান।