বিরামপুরে রাজস্ব খাতের আওতায় অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

0
87

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে বেকার যুব নারী ও যুবকদের বেকারত্ব দূরীকরণে এবং কর্মসংস্থান সৃষ্টিতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রাজস্ব খাতের আওতায় গবাদী পশু মোটাতাজাকরণে যুবক যুবতীদের মাঝে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

“মুজিববর্ষের আহবান-যুব কর্মসংস্থান” এই স্লোগানকে সামনে রেখে ১১(নভেম্বর) বুধবার বেলা ১২টায় দিনাজপুরের বিরামপুরে বিনাইল ইউনিয়নের মোহনপুর উচ্চ বিদ্যালয়ে উপজেলা যুব নারী পুরুষদের উন্নয়নে অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মেজবাউল ইসলাম মন্ডল এর সভাপতিত্বে গোবাদী পশু পালনের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ খাইরুল আলম রাজু।

এসময় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল,উপজেলা আওয়ামীলীগের যুম্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন,দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ করিম মাষ্টার অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মামুনুর রশিদসহ প্রমুখ।