নির্বাচনে জালিয়াতির প্রমাণ নেই : মার্কিন নির্বাচন কমিশন

0
86

মার্কিন যুক্তরাষ্ট্রে এই বছরের নির্বাচনে জালিয়াতির কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশন। কমিশনার হিসেবে দায়িত্বরত এলেন ওয়েইনট্রাব এই তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে সিএনএন। এলেন ওয়েইনট্রাব জানিয়েছেন, সত্যই জালিয়াতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। জালিয়াতির অভিযোগের কোনোটিতেই কোনো প্রমাণ সংযুক্ত করা হয়নি। অবৈধভাবে ভোটগ্রহণের কোনো প্রমাণও নেই।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তার নির্বাচনী টিম একটি বিবৃতি প্রকাশ করেছে যেখানে তারা বলছে, সকল ভোট গণনা এবং সত্যায়নের প্রক্রিয়ায় আমেরিকান জনগণ পরিপূর্ণ স্বচ্ছতা আশা করে। এটা কোনো একক নির্বাচনের ব্যাপার নয়। এটা আমাদের পুরো নির্বাচন প্রক্রিয়ার সততার প্রশ্ন। ট্রাম্প বার বার করে বলার চেষ্টা করছেন যে নির্বাচনের পের যেসব ভোট ডাকযোগে এসে পৌঁছেছে তা সবই ‘অবৈধ’। এক টুইট পোস্টে তিনি লিখেন, মঙ্গলবার রাত ৮টার পর অবৈধ ভোট পড়েছে যা নির্বাচনি যুদ্ধের ক্ষেত্রগুলোর ফলাফল পরিবর্তন করেছে।

সূত্র: সিএনএন।