আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন চিগুম্বুরা

0
82

দলে অনিয়মিত হয়ে গেছেন অনেক দিন ধরে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরেছেন। এই সিরিজটিকেই নিজের ক্যারিয়ারের শেষ হিসেবে বেছে নিলেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার এলটন চিগুম্বুরা। সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাবেন, জানিয়ে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

একটা সময় জিম্বাবুয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। খেলেছেন ২১৩টি ওয়ানডে, রান করেছেন ৪২৮৯, উইকেট ১০১টি। ফ্লাওয়ার ভাইদের (এন্ডি এবং গ্র্যান্ট) পরে জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার কৃতিত্ব চিগুম্বুরার।

টেস্টে অবশ্য সেভাবে সুযোগ পাননি। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ১০ বছরে টেস্ট খেলেছেন মাত্র ১৪টি। তবে খেলেছেন ৫৫টি টি-টোয়েন্টি। পাকিস্তানের বিপক্ষে বাকি দুই ম্যাচ খেললে সংখ্যাটা হয়তো ৫৭-তে শেষ করবেন।

হার্ডহিটিং ব্যাটিংয়ের সঙ্গে মিডিয়াম পেস বোলিং, চিগুম্বুরার তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও মোটামুটি চাহিদা ছিল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোস ট্রাইট্রেন্টের হয়ে, পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটরস এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সিলেট রয়্যালসের হয়ে খেলেছেন চিগুম্বুরা।