মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

0
99

মোঃ সুইট হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে ফ্রান্স কর্তৃক রাষ্ট্রীয় পৃষ্ট-পোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শন ও মুসলমানদের উপর হামলা এবং নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৬ নভেম্বর শুক্রবার বাদ আসর মহাদেবপুর স্থানীয় বাসস্ট্যান্ডে উপজেলা ক্বওমী ওলামা পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর শাখা আয়োজিত সমাবেশে ক্বওমী ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতী নাছির বিন আছগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্বওমী ওলামা পরিষদের সভাপতি মুফতী আব্দুস সালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সেক্রেটারি আশরাফুল ইমলাম, মহাদেবপুর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা সেকেন্দার আলী, ক্বওমী ওলামা পরিষদ মহাদেবপুর শাখার সাধারণ সম্পাদক মুফতী শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, তওহীদুল আলম প্রমুখ।

এ সময় উপজেলার ক্বওমী ওলামা পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ রবিউল আলম বুলেট, বাগানবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আজাদ হোসেন, মহাদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় নবী ভক্ত ধর্মপ্রাণ মুসলমানগণ দলে দলে যোগদান করে বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান এবং ফ্রান্সের পণ্য বয়কট করার আহবান জানান।