কেডিএ’র অবৈধ স্থাপনা উচ্ছেদ, গু‌ড়িয়ে দেয়া হল খুলনার প‌রিবহন শ্রমিক লীগের অ‌ফিস

0
108

আহছানুল আমীন জর্জ, খুলনা : ৫ নভেম্বর বৃহস্পতিবার খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ( কেডিএ ) খুলনা মহানগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ( কেডিএ ) – এর বৈষয়িক অফিসার এম.এ.কে সাদ জানান, নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন এমএ বারী সড়কের ১৬ দশমিক ৩২ কাঠার কেডিএ’র প্লটটি আই.ই.বি (প্রকৌশলী সংস্থা) কে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু উক্ত প্লটে সড়ক পরিবহন শ্রমিক লীগের খুলনা মহানগর শাখার অফিসের সাইনবোর্ড লাগিয়ে অবৈধ স্থাপনা তৈরি করা হয়। কেডিএ’র অভিযানে বুলডোজার দিয়ে উক্ত প্লটের সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। পরে একই এলাকার মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পার্শ্ববর্তী অপর একটি প্লটের অবৈধ স্থাপনা গুঁড়য়ে দিয়ে প্লটটি দখলমুক্ত করা হয়।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ( কেডিএ’র ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সিনিয়র এস্টেট অফিসার শামীম জেহাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর দাস ও এস্টেট অফিসার এম এ কে সাদ এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। ##