সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিনে করোনা দুর্যোগ ও রমজান উপলক্ষে কর্মহীন অসহায় প্রায় ৪শত পরিবারের মাঝে মানবতার সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
যুবলীগ নতা আল-আমীনের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার থেকে বুধবার দুপুর ১ টায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারকে ১ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি তেল, ১ প্যাকেট লাচ্ছা সেমাই, ১ প্যাকেট নুডুলস, ১ প্যাকেট চিপস, ১ প্যাকেট বিস্কুট ও ১টি করে সাবান দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক বাসাইল ইউপি সদস্য হাজী শাহ্ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।