খুলনার দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন বিরোধী সচেতনতামূলক সাইকেল র‍্যালী

0
92

আহছানুল আমীন জর্জ, খুলনা : ৪ নভেম্বর বুধবার বেলা ১১ টায় খুলনা জেলার দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন বিরোধী সচেতনতামূলক এক সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম।

এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলামসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

র‍্যালীতে উপজেলাধীন ৬টি সামাজিক সংগঠন যথাক্রমে আলোর মিছিল, স্বপ্নতরী, দিঘলিয়া উন্নয়ন ফোরাম, দিঘলিয়া ব্লাড ব্যাংক, পরিচ্ছন্ন দিঘলিয়া, ব্রমগাতী ব্লাড লাইনসহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় সাংবাদিকসহ শত শত ব্যক্তি অংশগ্রহণ করেন। র‍্যালীতে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতন বিরোধী বিভিন্ন প্লাকার্ড বহন করেন।র‍্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে পথেরবাজার, সেনহাটী ও দেয়াড়া গ্রাম প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।