ময়মনসিংহে করোনা মোকাবেলায় ব্যাটারীচালিত রিক্সা বন্ধ রাখার আহ্বান মেয়র টিটুর

0
94

এইচ এম সাইফুল্লাহ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহবাসীকে করোনা সংক্রমন থেকে রক্ষায় নগরীতে বিশেষ প্রয়োজন ছাড়া ব্যাটারীচালিত অটোবাইক ও রিক্সা বন্ধ রাখতে মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

বুধবার (২০ মে) সিটি কর্পোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ জেলা ও মহানগরের ব্যাটারীচালিত অটোবাইক ও রিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে মসিক মেয়র টিটুর নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় নগরীতে বিশেষ প্রয়োজন ছাড়া ব্যাটারীচালিত যানবাহন বন্ধ রাখতে ও বের না করার অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন জেলা পুলিশ প্রশাসনের প্রতিনিধি জেলা ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জাহাঙ্গীর মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি মসিক মেয়রের সালাম জানিয়ে মসিক ও পুলিশ প্রশাসনের গৃহীত এ সিদ্ধান্ত মেনে নেয়ার অনুরোধ করেন।