মির্জাগঞ্জে করোনায় আক্রান্ত ১, পাঁচ ঘর লকডাউন

0
215

মোঃ রনি খান, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোঃ রাজা মিয়ার ছেলে মোঃ রাজিব (২৪) পশ্চিম গাবুয়ার বাসিন্দা করোনায় রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (২২ মে) এলাকা সূত্রে জানা যায় আক্রান্ত করোনা রোগী কিছু দিন আগে ঢাকা থেকে বাড়িতে এসেছেন।

হাসপাতালের একটি বিশ্বস্ত সূত্র জানায় ১৮/০৫/২০২০ ইং তারিখে কোভিড-১৯ পরীক্ষার জন্যে রক্তের নমুনা নেওয়া হয় এবং ২১/০৫/২০২০ ইং তারিখে তাহার সংগৃহীত নমুনার মধ্যে থেকে ঐ রাজিব (২৪) এর কোভিড- ১৯ ফলাফল পজিটিভ আসে।

মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য প.প.কর্মকর্তা বলেন, রোগীর সুচিকিৎসা ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে এ ছারা ও ঐ ওই বাড়ীর ৫ টি ঘর লকডাউন করা হয়েছে। তাছাড়াও ১৩ জনের নমুনা টেস্টের জন্য ব্যবস্থা চলছে।

এবং এলাকার সহ প্রয়োজনীয় ব্যবস্হা গ্ৰহনের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। এদিকে উপজেলায় করোনা রোগী শনাক্ত হওয়ার খবরে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।