শিষ্যদের কাছে ফেরার আনন্দ জেমির

0
88

করোনাভাইরাসের কারণে অন্য সব কিছুর মতো থমকে গিয়েছিল ফুটবল। ফলে ফুটবলার ও কোচদের কোনো কাজও ছিল না। ইউরোপের বিভিন্ন দেশে অবশ্য মাঠে ফুটবল ফিরেছে অনেক আগেই। বাংলাদেশ এ মাসেই নেপাল বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে ফিরবে আন্তর্জাতিক ফুটবলে।

১৩ ও ১৭ নভেম্বর ম্যাচ দুটি সামনে রেখে গত ২৪ অক্টোবর থেকে অনুশীলন শুরু হয়েছে বাংলাদেশ দলের। ইংলিশ কোচ জেমি ডে রবিবার প্রথমবারের মতো যোগ দিয়েছেন অনুশীলনে।

গত বৃহস্পতিবার বাংলাদেশে ফেরা এই কোচ অনুশীলনে যোগ দিয়ে দারুণ খুশি। জেমির মনে শিষ্যদের কাছে ফেরার আনন্দ। বলছিলেন, ‘অপেক্ষায় ছিলাম কবে মাঠে ফিরতে পারব। আজ অনেক দিন পরে মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। খেলোয়াড়দেরও আনন্দিত দেখলাম।’

জেমি ডে জাতীয় দলের ডাগআউটে ছিলেন সবশেষ জানুয়ারিতে, বঙ্গবন্ধু গোল্ডকাপে। এরপর মার্চে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচ থাকলেও তা স্থগিত হয়ে যায়।

অক্টোবর-নভেম্বরে ম্যাচগুলো আয়োজনের নতুন তারিখ নির্ধারণ হলে আগস্টে প্রস্তুতি শুরু করে বাংলাদেশ দল। তবে জেমি ডে দেশে আসার আগেই তা স্থগিত হয়ে যায় আবার। অবশেষে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে ফিরলেন জেমি।