হিজলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

0
82

হিজলা প্রতিনিধি: ‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের হিজলা থানা পুলিশের উদ্যেগে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনু্ষ্িঠত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় এ উপলক্ষে হিজলা থানা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হিজলা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পন্ডিত সাহাবুদ্দিন আহাম্মেদ, হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সুলতান কাজী, মেমানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য অলিউদ্দিন। কমিউনিটি পুলিশিং ডে সভায় কমিউনিটি পুলিশিং এর সকল কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, এলাকার মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন সহ সকল অপরাধমূলক কার্যক্রম বন্ধ করার জন্য কমিউনিটি পুলিশিং এর কমিটিগুলো এবং তাদের কর্মপরিধি জোরদার করতে হবে। এবং সাথে সাথে পুলিশকে তর্থ দিয়ে সহায়তা করতে হবে।