গোপালপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ৭ ব্যবসায়ীর জরিমানা

0
106

মো.নূর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় সাত ব্যবসায়ীকে ১০হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) পারশিয়া সুলতানা প্রিয়াংকা করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারি নির্দেশনা অনুয়ায়ী দোকান পরিচালনা পর্যবেক্ষণ করতে গিয়ে কোনাবাড়ী বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন ।

দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, আবদুল্লাহ্, আব্দুল মজিদ, সোহেল রানা, হাজী তোতা মিয়া, বিশ্বনাথ শীল, ঝন্টু চন্দ্র শীল ও লিখন চন্দ্র শীল।

জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে গোপালপুরবাসীর সার্বিক স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু ঝুঁকির কথা বিবেচনা করে সোমবার (১৮মে) থেকে সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস। এই নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলায় বাংলাদেশ দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় এ দন্ডাদেশ দেয়া হয়।