প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ডাটা ব্যাকআপ সেন্টার

0
88

ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে মূল তথ্য ভান্ডারকে বাঁচাতে ডাটা ব্যাকআপ সেন্টার স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

আজ বৃহস্পতিবার যশোরের ৪৯ ঝুমঝুম বিজিবি ব্যাটালিয়নে এই ব্যাকআপ ডাটা সেন্টার স্থাপন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ এ সেবার উদ্বোধন করেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সেবার মাধ্যমে গত ৭ মাসে ১০ লাখ ফাইল নিষ্পত্তি করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।