রাবিতে স্নাতক পাসেই সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ

0
96

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে যেকোন বিষয়ে স্নাতক (অনার্স) ডিগ্রী অর্জন করলেই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের ২৫২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

তিনি জানান, এখন থেকে শুধু স্নাতকোত্তর (মাস্টার্স) পাস করা শিক্ষার্থীরাই নয়, স্নাতক (অনার্স) পাস করা শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে পারবে। বিষয়টি শিক্ষা পরিষদের সভায় অনুমোদন দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে রাবিতে স্নাতকোত্তর পাশ করা শিক্ষার্থীরাই কেবল সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পেতো। তবে শিক্ষার্থীরা দীর্ঘ দিন ধরে দাবি করে আসছিলো স্নাতক ডিগ্রী অর্জন করেই সমাবর্তনে অংশগ্রহণের সুযোগের জন্য।