নওগাঁয় র‌্যাবের অভিযানে মাদকসেবী ও জুয়ারী সহ আটক-৬১

0
105

মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি: আজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব নওগাঁ থেকে ৬১ মাদকসেবী ও জুয়ারীকে আটক করেছে। র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তাদের একটি অপারেশনাল দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. মোহাইমেনুর রশিদ পিপিএম-সেবা এর নেতৃত্বে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া বাইপাস সড়ক ও তুলশীগঙ্গা ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

সাড়ে ৭ লিটার দেশীয় মদ, ১১৫ গ্রাম গাঁজা ও গাঁজা তৈরীর সরঞ্জামসহ মাদকসেবনের দায়ে ৫৭ জনকে এবং নওগাঁ শহরের কেডি সরকারী উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে ২ বান্ডিল তাস, তাস দিয়ে জুয়া খেলার ২ হাজার ৩০০ টাকাসহ জুয়া খেলার দায়ে ৪ জনকে আটক করে।

তাদেরকে নওগাঁ সদর মডেল থানায় সোপর্দ করে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। মাদক সেবনের দায়ে আটকরা হলো, নওগাঁর পার নওগাঁ মহল্লার মৃত আক্কাছ আলীর ছেলে মো: মামুন (৪০) ও আবু তাহেরের ছেলে মিলন (৪০), কাজীপাড়া মহল্লার মৃত আবদুর রাজ্জাকের ছেলে এরশাদ আলী (২৮), হঠাৎপাড়া মহল্লার শ্রী শুটকা রবিদাসের ছেলে শ্রী নরেশ রবিদাস (৫৮), কালিতলা মহল্লার মৃত এলাহী বক্সের ছেলে এমরান হোসেন রাসেল (৩০) ও মৃত বলাই মহন্তের ছেলে শ্রী গোপাল মহন্ত (২৫), ভবানীপুর গ্রামের মৃত শাদির উদ্দিনের ছেলে বকুল হোসেন (৬৪) ও মৃত আজিমুদ্দিন প্রামানিকের ছেলে আবদুর রাজ্জাক (৫০), আরজি নওগাঁ মহল্লার মৃত হবিবর রহমানের ছেলে গোলাম মোস্তফা (৪০), মৃত আবদুর রহমানের ছেলে মাহমুদুর রহমান (৫০) ও শহিদুল ইসলামের ছেলে সাদেক মাহমুদ সম্রাট (২৮), চকতাতারু গ্রামের মৃত আজাহার আলী সরকারের ছেলে কালাম (৩০), মধ্য দূর্গাপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে রিপন (৪০), বোয়ালিয়া গ্রামের আজাদুর রহমানের ছেলে আরিফ হোসেন (১৯), মহসিন মন্ডলের ছেলে রবিউল ইসলাম (১৯) ও আবদুস ছালামের ছেলে রাজন শেখ (২৫), পার বোয়ালিয়া গ্রামের
আফাজ উদ্দিনের ছেলে শাহীন (২২) ও তছলিম খাঁর ছেলে নয়ন (২৫), পার বোয়ালিয়া স্বর্ণকারপাড়া গ্রামের মৃত গফুর স্বর্ণকারের ছেলে কালাম (২৫), পারঘাটি গ্রামের আবদুল আওয়ালের ছেলে সাজু (১৯), ইকরতাড়া গ্রামের মৃত আজগর প্রামানিকের দুই ছেলে আজিজুল হক (৩০) ও সাজেদুল ইসলাম (২৭) এবং মৃত ওয়াজেদ আলীর ছেলে শামীম (২৭), ধামকুড়ি গ্রামের মৃত ফরাজ উদ্দিনের ছেলে আতোয়ার রহমান (৬২), বরুণকান্দি সরদারপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের দুই ছেলে সাগর (২৭) ও রিপন (২৫), উকিলপাড়া মহল্লার ওসমান গণির ছেলে জামাল চৌধুৃরী তুষার (৫৮), চকমুক্তার গ্রামের বাহার আলীর ছেলে আলামিন সরদার (৩০)।

মান্দা উপজেলার বদ্দপুর গ্রামের আবদুস সামাদের ছেলে আলমগীর হোসেন (৩৩) ও মৃত গিয়াস উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৮), ফতেপুর গ্রামের আবু হোসেনের ছেলে শাহীন আলম (২৪), আবুল আসাদের ছেলে আলামিন (২২), রহিদুল ইসলামের ছেলে রাজু আহমেদ (২০) ও আকতার হোসেনের ছেলে সুলতান মাহমুদ (২৩), যশোপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে সোহেল তানবীর (২৫), প্রসাদপুর গ্রামের শ্রী রমেশের ছেলে শ্রী উত্তম কুমার (৩২), বদলগাছী উপজেলার বাদশাহী গ্রামের তজিবর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৫৫), হযরতপুর গ্রামের মৃত বিপুল চক্রবর্তীর ছেলে শ্রী সুজন কুমার চক্রবর্তী (৪৪)।
আত্রাই উপজেলার বান্দাইখাড়া উত্তর বিল গ্রামের মৃত কছির উদ্দিন মন্ডলের ছেলে সোহরাব হোসেন টুকু (৫০), মারিয়া গ্রামের মৃত শুকুর আলী সরদারের ছেলে মান্নান সরদার (৩৭), রসুলপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে জুলফিকার আলী (২০) ও সামাদ খানের ছেলে হৃদয় খান (১৯)।

রাণীনগর উপজেলার ঘোষগ্রাম গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে সুজা মন্ডল (২৩), খট্টেশ্বর রাণীনগর গ্রামের শ্রী শয়ন চন্দ্র মহন্তের ছেলে শ্রী সাগর চন্দ্র মহন্ত (১৯) ও শ্রী রতন চন্দ্র শাহের ছেলে শ্রী কাঞ্চন কুমার শাহ (২৩)।

বগুড়া জেলার আদমদীঘী উপজেলার পুকুরপোঁতা গ্রামের মন্টু প্রামানিকের ছেলে রবিন হোসেন (৩২), তারাপুর গ্রামের মৃত প্রফুল্লাদের ছেলে শ্রী সঞ্জিত কুমার (৩৬), শিয়ালসন গ্রামের আকতার হোসেনের ছেলে মেহেরাব হোসেন (১৯),
শান্তাহার হাউজিং কলোনি মহল্লার মৃত ইসরাইল হোসেনের ছেলে মেহেদী হাসান রাসেল (২০), মুক্তার হোসেনের ছেলে মাহফুজুর রহমান (২০), সেকেন্দার আলীর ছেলে নাঈম হাসান (২১), লুৎফর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (২৯), মো: আব্দুলের ছেলে সোহেল (২০), ও হেলাল উদ্দিনের ঝেলে নিশাদ আহম্মেদ নহু (২২),শান্তাহার রেলওয়ে কলোনি মহল্লার আতোয়ার রহমানের ছেলে নাঈম উদ্দিন নাহিদ (৩০), শান্তাহার লোকো পশ্চিম কলোনি মহল্লার অছিম উদ্দিন সরদারের ছেলে রাশেদুল ইসলাম রনি (৩২) ও আবদুল আজিজের ছেলে আবদুস ছালাম দীপ (৩৩)।

জুয়া খেলার দায়ে আটকরা হলো নওগাঁ শহরের চকপ্রাণ মহল্লার মো: হাসানুজ্জামানের ছেলে আশিক আদনান (২৫), কেডির মোড় মহল্লার ইব্রাহিম হোসেনের ছেলে মুশফিকুর রহমান সাগর (২৮), উকিলপাড়া মহল্লার মৃত তৈবর রহমানের ছেলে তানভির রেজা তানি (২৪), নিয়ামতপুর উপজেলার ছাতড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আবিদ হাসান (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র‌্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় র‌্যাব মাদকের বিরুদ্ধে গত ৪ মে ২০১৮ তারিখ হতে বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।