স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন

0
130

ঢাকা ১২ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর পক্ষ থেকে দুঃস্থ ও নিম্নবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। তেজগাঁও শিল্পাঞ্চল, তেজগাঁও, শেরেবাংলা, হাতিরঝিল ও রমনা থানায় করোনা ভাইরাসে ঘরবন্দী কর্মহীন অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর পক্ষ থেকে প্রতিটি পরিবারে পৌঁছে দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সারাদেশে চলছে ছুটি। বন্ধ বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। কিন্তু সম্প্রতি ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। এছাড়া ঈদের আগে শর্তসাপেক্ষে শপিংমল খোলা রাখার সিদ্ধান্তও হয়েছে। বুধবারই দেয়া হয়েছে শর্তসাপেক্ষে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অনুমতি।

বিশেষজ্ঞরা বলছেন, মানুষে মানুষে সামাজিক দূরত্ব নিশ্চিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কি-না, তা নিয়ে সন্দেহের অবকাশ আছে।