মামুনুর রহমান জেলা প্রতিনিধি (পাবনা) : সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ঈশ্বরদীতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। গোটা শহর ও উপজেলার বেশির ভাগ স্থানই বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে। “সুপার সাইক্লোন” আম্ফানের মূল অংশের কোন আঘাত না লাগলেও ঈশ্বরদী ও পাবনা জেলা জুড়ে ঝড়ে ব্যাপক গাছ গাছালী ও বৈদ্যুতিক পোল ভেঙে পড়েছে।
বৃহস্পতিবার (২১ মে) ভোরে পাবনায়ও ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ এসব জেলাসহ আশেপাশের এলাকাগুলোতে ব্যাপক ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হচ্ছে।
ঘূর্ণিঝড় আম্ফানের কবলে পড়ে আম্ফানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে আম,লিচুর বাগান। বিধ্বস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি, উপড়ে পড়েছে প্রচুর গাছপালা।