দূর্গাপূজায় জেলা ও উপজেলা প্রশাসনের মাস্ক বিতরণ

0
88

রাব্বি ইসলাম, স্টাফ রিপোর্টারঃ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা। গত বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে নানা আনুষ্ঠানিকতা। সোমবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পূজা। করোনা মহামারির এই সময়ে স্বাস্থ্যবিধি মেনেই সারাদেশে সীমিত আকারে মন্ডপে মন্ডপে পূজা চলছে। আর তাই জনগণের স্বার্থে এবছর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ২১০টি মন্ডপে টাঙ্গাইল ও মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২,১০০ মাস্ক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর’র সভাপতি-সম্পাদক ও উপদেষ্টার কাছে মাস্কগুলো হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জুবায়ের হোসেন।

দায়িত্বরত এই কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় প্রত্যেকটি মন্ডপে মন্ডপে এই মাস্ক থাকবে। যারা অসাবধানতাবশত অথবা ভুলবশত মাস্ক রেখে মন্ডপে প্রবেশ করবে তাদেরকেই এই মাস্ক বিনামূল্যে বিতরণ করবেন মন্ডপের দায়িত্বরতরা।