ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি’র নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
89

 ইমাম বিমান: ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি’র ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর (শুক্রবার) বিকাল ৪টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক এইচ.এম রিয়াজ খানের সঞ্চালনায় সাংবাদিক মোঃ আলগীর হোসেনের কন্ঠে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে কোরআন থেকে তেলোয়াত শেষে অনুষ্ঠানে গীতা পাঠ করেন সাংবাদিক অমিত কংশ বনিক এবং সাংবাদিক আলোমগীর হোসেন অনুষ্ঠানে সাংগঠনিক সঙ্গীত পরিবেশন করেন। ” ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির ” সভাপতি মো : আসিফ সিকদার মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহ আলম, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর মেয়র আলহাজ্ব মো: লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন সুরুজ। অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরুর পূর্বে অতিথিদেরকে সংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে বরন করেন ।

অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিদের বরন শেষে ঝালকাঠি রিপোর্টাস ইউনিটি’র ত্রি – বার্ষিক সম্মেলন তথা নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভার সভাপতি ও নবাগত কমিটির সভাপতি মো : আসিফ সিকদার মানিকের স্বাগত ব্যক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহ আলম, বিশেষ অতিথী ঝালকাঠি পৌর মেয়র আলহাজ্ব মো: লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন সুরুজ তাদের মূল্যবান বক্তব্য রাখেন। এ সময় বক্তারা হলুদ ও অপসাংবাদিকতা বর্জন, সাংবাকিদের মধে ঐক্য গঠনে আসিফ মানিক ও মিজানুর রহমানের নেতৃত্বে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি বলিষ্ঠ ভুমিকা পালন করবে বলে মনে করেন। একই সাথে বক্তারা উক্ত সাংবাদিক সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনা করেন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক এ,জি, এম মিজানুর রহমান।

পরে সভার সভাপতি মো: আসিফ সিকদার মানিক নবগঠিত কমিটির সদস্যদের সাথে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সাথে সভাপতি আসিফ সিকদার মানিক, সহসভাপতি সত্যবান সেন গুপ্ত, সহসভাপতি মো: মনির হোসেন (ব্লগার), সহসভাপতি এসএম জালাল শাহ (ব্লগার), সাধারণ সম্পাদক এজিএম মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান (প্র:শি:), যুগ্ম সম্পাদক মো: তরিকুল ইসলাম তানিম, সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজ হোসেন খান অশ্রু, কোষাধ্যক্ষ মো: আলমগীর হোসেন, সমাজকল্যান সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন ফরাজী, আইন বিষয়ক সম্পাক এ্যাড. ফয়সাল খান, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল বাবুল, তথ্য ও প্রচার সম্পাদক মো: আজগর আলী মল্লিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন(শিক্ষক), সাংবাদিক কল্যাণ সম্পাদক একেএম মঞ্জুরুল হক, আইটি সম্পাদক ইমাম হোসেন বিমান এবং নির্বাহী সদস্য এ্যাড. শামীম জাহাঙ্গীর, সাদেকুর রহমান, সদস্য মো: আজমীর হোসেন তালুকদার, এসএম শামীম, মো: নজরুল ইসলাম লিটু, সিহাব উদ্দিন মু: রিয়াজ, সাইদুল ইসলাম বাবু, মো: কামাল হোসেন, মো: মিলন সরদার, সুমন সমাদ্দার, খন্দকার সুমন, মো: আল আমিন ও অমিত কুমার কংস বনিক(অপু) কে নির্বাহী সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেন।

উল্লেখ্য গত শুক্রবার ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির ত্রি-বার্ষিক সম্মেলন ঝালকাঠি কলেজ মোড় মল্লিক সিন্ডিকেটের হলরুমে অনুষ্ঠিত হয়েছিল।