রাজধানীতে চেকপোস্টে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলি’, নিহত ১

0
56

রাজধানীর আগারগাঁওয়ে লিংক রোডে চেক পোস্টে তল্লাশির সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সঙ্গে ‘গোলাগুলিতে’ এক বন্দুকধারী নিহত হয়েছে। এতে দুই র‌্যাব সদস্যও আহত হয়েছেন।নিহতের নাম মো. কবির হোসেন (৪৫)। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়।

র‌্যাবের দাবি, নিহত কবির মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, গুলিসহ বিদেশি অস্ত্র ও ব্যবহৃদ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) ভোরে শেরেবাংলা নগর থানা এলাকায় পঙ্গু হাসপাতালের সামনের সড়কে চেকপোস্ট চলাকালে এ গোলাগুলির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেণ র‌্যাব-২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকী।

তিনি জানান, ভোর ৫টার দিকে মোটরসাইকলযোগে শ্যামলী থেকে দুজন আসে। চেকপোস্টে আসার পর হঠাৎ করেই তারা গুলি চালায়। এসময় র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এছাড়াও গুলি বিনিময়ের সময় দুজন র‌্যাব সদস্য আহত হন বলেও জানান তিনি।

Author