ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে ডুবে গেছে সাতক্ষীরার তিন গ্রাম

0
82

ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দুটি বাঁধ ভেঙে গেছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর ফলে কাঁচাঘর ও গাছপালা ভেঙে যায়। পাশাপাশি তিন গ্রাম ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সন্ধ্যা থেকে ঝড়-বৃষ্টির কারণে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা এলাকার খারহাটে ইছামতি নদীর বাঁধ এবং মথুরেশের চিংড়া বাঁধ ভেঙে গেছে। এতে করে বেশ কয়েকটি কাঁচাঘর ও গাছপালা ভেঙে ব্যাপক ক্ষতি হয়। বাঁধ ভাঙার কারণে তিন গ্রাম প্লাবিত হয়ে স্থানীয় এলএসডি গোডাউন চত্বরে পানি উঠেছে।

সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান বলেন, আম্ফানের তাণ্ডবে কালিগঞ্জ উপজেলার দুটি বাঁধ ভেঙে গেছে। কাঁচাঘর ও গাছপালা ভেঙে গেছে। পাশাপাশি তিন গ্রাম প্লাবিত হয়েছে।