ঝালকাঠিতে ঝড়ো হাওয়া, নদীর পানি বেড়েছে ৫ ফুট

0
93

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে শুরু করেছে সুপার সাইক্লোন ‘আম্ফান’। এতে ঝুঁকিপূর্ণ উপকূলীয় জেলা ঝালকাঠিতে বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টা থেকে ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টি শুরু হয়েছে। বাতাসের গতিবেগ ক্রমেই বাড়ছে এবং তীব্র রূপ নিচ্ছে। জেলার নদী তীরবর্তী এলাকায় বেড়েছে পানিও। এরই মধ্যে স্বাভাবিকের চেয়ে অন্তত পাঁচ ফুট পানি বেড়েছে নদীতীরে।

ঘূর্ণিঝড় আম্ফানের কবল থেকে বাঁচতে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজন আশ্রয় নিয়েছেন স্থানীয় সাইক্লোন শেল্টারে। যদিও ঘর-বাড়ির মায়ায় অনেকে আশ্রয় কেন্দ্রে যাননি।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর (নেজারত) আহমেদ হাসান জানান, ঝালকাঠি জেলায় ২৭৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, পাকা ভবনে আশ্রয় নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ১০ হাজারেরও বেশি লোক আশ্রয় নিয়েছেন।

তিনি জানান, জেলা প্রশাসন ও পুলিশবিভাগসহ স্থানীয় জনপ্রতিনিধিরা জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে নিতে এবং জানমালের ক্ষতি থেকে রক্ষা করতে তৎপর রয়েছেন। জেলায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তাও প্রস্তুত রয়েছে।