সিরাজদিখানে হত দরিদ্রদের মাঝে চাউল বিতরণ

0
96

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানে হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজিতে চাউল বিক্রি শুর হয়েছে। “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানে চলতি মাসের চাউল  মঙ্গলবার থেকে উপজেলার ১৪ টি ইউনিয়নে ২৮ জন ডিলারের মাধ্যমে বিক্রি হচ্ছে।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ চাউল পেয়ে হত দরিদ্ররা বেশ খুশি। গত মাসের ২০ তারিখে টানা ৩ দিন সেপ্টেম্বর মাসের চাউল বিক্রি হয়। প্রতি মাসে একবার একটি পরিবার ৩০ কেজি করে চাউল পাচ্ছেন। উপজেলায় ২৮ জন ডিলারের মাধ্যমে ৯ হাজার ১৬ টি পরিবারের মাঝে প্রতি মাসে প্রায় ২ শত ৭১ মে. টন চাউল বিতরণ করা হয়। প্রত্যেক ডিলার ৩শত ২২টি করে পরিবারকে চাউল দিয়ে থাকেন।

মালখানগর ইউনিয়ন ডিলার আনোয়ার ট্রেডার্স এ চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক কাজী নজরুল ইসলাম পিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনিসুর রহামন মৃধা, সাধারণ সম্পাদক মাসুদ খান, ইউপি সচিব আমিনুল ইসলাম, ইউপি সদস্য কোরবান আলী প্রমুখ।