১২৬ চিকিৎসকের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

0
101

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২৫ জনসহ ১২৬ জন চিকিৎসকের পদোন্নতি হয়েছে। তারা সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন।

রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২৫ জন চিকিৎসককে ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ এর চতুর্থ গ্রেডে টাকা ৫০,০০০-৭১,২০০ বেতনক্রমে এবং নন-ক্যাডারের একজন স্বাস্থ্য কর্মকর্তাকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হলো।

পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদে নিয়োগ (ইনসিটু) প্রদান করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত এ ১২৫ জন সহযোগী অধ্যাপকের মধ্য অ্যানাটমি বিভাগের তিনজন, কমিউনিটি মেডিসিনের ১৭ জন, প্যাথলজির ২৪ জন, ফার্মাকোলজির ১২ জন, ফিজিওলজির ১২ জন, ফরেনসিকের তিনজন, বায়োকেমিস্ট্রির ২৫ জন, মাইক্রোবায়োলজির ২৮ জন এবং কার্ডিওথোরাসিকের ও কার্ডিওলজির একজন রয়েছেন।

নন-ক্যাডারে সহযোগী অধ্যাপক পদে যিনি পদোন্নতি পেয়েছেন তিনি বায়োকেমিস্ট্রি বিভাগের একজন চিকিৎসক কর্মকর্তা।