সুপার ওভারের নাটকীয়তায় শেষ হাসি কলকাতার

0
111

ম্যাচের শেষ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের জিততে হলে লাগে ১৭ রান। ব্যাটিংয়ে ডেভিড ওয়ার্নার আর রশিদ খান, বোলিংয়ে আন্দ্রে রাসেল। বোলিংয়ে এসে প্রথম বলেই নো বল , ফ্রি হিটে ১ রান। যেন প্রথম বল থেকেই নাটকীয়তার শুরু। শেষ পর্যন্ত উত্তেজনা-হীনভাবে শেষ হয় ওভার। ফলাফল ম্যাচ টাই। যেন সাজানো নাটক!

এর আগে টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় হায়দরাবাদ। ব্যাট করতে নেমে শুভাম গিলের ব্যাটে আসে সর্বোচ্চ ৩৬ রান। এছাড়া এউইন মরগ্যানের ৩৪, নিতিশ রানার ২৯ ও দীনেশ কার্তিকের অপরাজিত ২৯ রানের সুবাদে ৫ উইকেটে ১৬৩ রান তোলে কলকাতা।

জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদের ওপেনার জনি বেয়রেষ্ট্র করেন ৩৬ রান। আরেক ওপেনার কেইন উইলিয়ামসন করেন ২৯ রান। এছাড়া সর্বোচ্চ ৪৭ রান করেন ডেভিড ওয়ার্নার। ম্যাচ টাই হওয়ার পর আগে ব্যাট করেন হায়দরাবাদ। লকি ফার্গুসনের করা সুপার ওভারের প্রথম বলেই ওয়ার্নারকে ফেরান। পরের বলে দুই রান আসে আব্দুস সামাদের ব্যাট থেকে। পরের বলে সামাদকেও বিদায় করেন ফার্গুসন। বাকি তিন বলে আসেনি কোনো রান। মাত্র ৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে রশিদ খানের ওভারে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স।