আজ থেকে ওমরাহর দ্বিতীয় ধাপ শুরু

0
96

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ সাত মাস পর আজ রোববার (১৮ অক্টোবর) ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য খুলে দেওয়া হলো সৌদি আরবের মদিনা মুনাওয়ারায় মহানবীর (সা.) রওজা মোবারক। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাষ্য, আজ থেকে দৈনিক ১৫ হাজার মুসল্লি ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন। একই সঙ্গে মসজিদে হারামে ৪০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পাচ্ছেন। ওমরাহর দ্বিতীয় ধাপে প্রবাসীসহ সৌদি আরবের মোট আড়াই লাখ নাগরিক এই সুযোগ পান।

এছাড়া ৪ অক্টোবর থেকে শুরু হওয়া ওমরাহর প্রথম ধাপে দৈনিক ছয় হাজার মানুষ ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন। ওমরাহ শুরুর প্রথম ১৩ দিনে ৭৫ হাজার মুসল্লি ওমরাহ পালন করেছেন। সৌদি সরকার ও মসজিদুল হারামাইন কর্র্তৃপক্ষ মুসল্লিদের যাবতীয় নিরাপত্তা, সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে।