ভয়ংকর সাগরে আছড়ে পড়ছে ১০ ফুটের ঢেউ

0
92

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভয়ংকর হয়ে উঠেছে সাগর। বিশাল আকৃতির ঢেউ উপকূলে আছড়ে পড়ায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো ভেঙে লোকালয়ে সাগরের পানি ঢুকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে অ্যালার্ট ফোর জারি করে বিশেষ সতর্কতা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বুধবার (২০ মে) ভোর থেকেই বিশাল আকৃতির ঢেউ আছড়ে পড়ছে উপকূলীয় এলাকায়। একেকটি ঢেউ’র উচ্চতা ৮ থেকে ১০ ফুট।

একেতো অমবস্যা তার সাথে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব যুক্ত হওয়ায় সাগর ভয়ংকর রুপ নিয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ জায়গায় মাইকিং করা হচ্ছে। এবং স্থানীয় কাউন্সিলরদের সহায়তায় সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।’

গত দু’দিন ধরে চট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত চললেও বুধবার সকালে ৯ নম্বর মহাবিপদ সংকেত জারির সাথে সাথে অ্যালার্ট ফোর জারি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘বন্দরের অভ্যন্তরে কার্যক্রম বন্ধ আছে। পরিকল্পনা অনুসারে হাসপাতালের চিকিৎসকদের স্ট্যান্ডবাই রেখেছি, অ্যাম্বুলেন্স সার্ভিস রেডি রেখেছি।’

অবশ্য আগেই বন্দর এবং বহিনোঙরে থাকা একশ’র বেশি জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দেয়া হয়েছে।