‘ভিসা গাইড সেন্টার’ নামক প্রতিষ্ঠানে এনএসআই ও র‌্যাবের অভিযান, আটক ১০

0
246

আজ ১২ আক্টোবার মিরপুর ১০ নম্বর গোল চত্বর এর কাছে শাহআলী প্লাজায় ‘ভিসা গাইড সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‌্যাব-৩ অভিযান চালিয়ে প্রতারণার দায়ে এবং জালিয়াতির বিভিন্ন কাগজপত্রসহ চেয়ারম্যান, এমডিসহ ১০ জনকে আটক করেছে।

‘ভিসা গাইড সেন্টার’ নামের এই প্রতিষ্ঠনটি দীর্ঘদিন ধরে অভিনব উপায়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কানাডা ও জাপানে নেওয়ার কথা বলে বিভিন্ন ধরনের প্রতারণার করে আসছিল। প্রতিষ্ঠানটি পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, নোটারি পাবলিকসহ বিভিন্ন সিল ও স্বাক্ষর জালিয়াতি করে সাধারণ জনগণের নিকট থেকে তাদের কাগজপত্র সত্যায়িত করে টাকা হাতিয়ে আসছে বলেও অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, এসব তথ্যের ভিত্তিতে এনএসআই এর নগর অভ্যন্তরীণ অপারেশন উইং হতে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিকে নজরদারি করে আসছিল। তারই প্রেক্ষিতে আজ অভিযান পরিচালনা করা হয়।