ডিএনসিসির জনসংযোগ কর্মকতা মামুন করোনায় আক্রান্ত

0
96

মেয়রের পর এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সন্ধ্যায় তিনি নিজে তার করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার উত্তর মেয়র আতিকুল ইসলামের করোনাভাইরাস পজিটিভ আসে।

করপোরেশনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, নবনিযুক্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোবায়দুর রহমান এবং প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি করপোরেশনের দুজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাও কোভিড আক্রান্তের খবর জানা গেছে।

এছাড়া করপোরেশনের আরও বেশ কয়েকজন কর্মকর্তা রবিবার কোভিড পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। তাদের মধ্যে কেউ আক্রান্ত আছেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।