৬ প্রকারের রোগে আক্রান্ত ব্যক্তিদের ওমরা পালন না করার পরামর্শ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

0
117
গাজী আল মামুন, সৌদি আরব: ৬ ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে ওমরাহ পালন না করার পরামর্শ দিয়েছেন সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। আল আরাবিয়ার এক প্রতিবেদনে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা যায় ওমরাহ গাইডলাইনের ৬ ধরনের ব্যক্তিদেরকে ওমরা পালনে আপাতত স্থগিত আদেশ দিয়েছে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এর টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে ৬ ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিদের কে এই মুহূর্তে ওমরাহ ও জিয়ারত করার পরিকল্পনা না করা উচিত।
১। যাদের রক্তে শর্করার মাত্রা কম।
২। যারা গত ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।
৩। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে।
৪। যাদের হৃদরোগ রয়েছে।
৫। যাদের হার্টের অবস্থা দুর্বল।
৬। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায় যারা মোটা বা লিভার ডিজিজ ক্রেনিয়াল রোগে আক্রান্ত আছেন তারা ওমরা পালনে কিছু সময় নিতে পারে। গর্ভবতী মহিলারা ওমরাহ ও যিয়ারতের জন্য কিছুদিন অপেক্ষা করা উচিত।
করোনাকালীন সময় দীর্ঘদিন ওমরা বন্ধ রাখার পর গেল কয়েক দিন আগে চালু করা হয়েছে। স্বাস্থ্যবিধি মানতে নানা উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার করোনা রোধে নানা উদ্যোগ নেয়া হয়েছে জানিয়েছেন সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়।