মির্জাগঞ্জে আশ্রয় কেন্দ্রে দেওয়া হচ্ছে শুকনা খাবার

0
84

মোঃ রনি খান, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় আম্ফানের কারণে ১৩ হাজার ৮৪৫ জন লোক আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন ও ইতিমধ্যে আর আসতেছে তার পাশাপাশি দেওয়া হচ্ছে শুকনো খাবার।

বুধবার (২০ মে ) বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে শুকনো খাবার পৌঁছে দিয়ে আসেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন। তারই পাশাপাশি মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ও হাটবাজারে মাইকিং করে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন জানান, ঘূর্ণিঝড়টি সন্ধ্যা নাগাদ আমাদের উপকূল অতিক্রম শুরু করতে পারে। এজন্য সকল স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র করা হয়েছে।
তাদেরকে দেওয়া হয়েছে শুকনো চিড়া গুড়সহ হালকা খাবার তার পাশাপাশি প্রস্তুত আছে ভলান্টিয়ার বাহিনি। ও ১০ নাম্বার মহা বিপদ সংকেত দেওয়া হয়েছে।