রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রি নিহত

0
253
প্রতীকী ছবি।

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মধ্য বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো: ইমরান (২২)। ইমরানের পিতার নাম ইসমাইল হোসেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।
আজ শনিবার ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো: বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর মধ্য বাড্ডা গণি রোড এলাকায় একটি কাঠের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ইমরানের সহকর্মী বাবুল হোসেনের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানান, মধ্য বাড্ডা গণি রোড এলাকায় চৌকাঠ তৈরিকৃত একটি কাঠের কারখানায় আমরা সবাই কাঠমিস্ত্রি হিসেবে কাজ করি। দুপুরে ওই কারখানায় বৈদ্যুতিক সার্কুলার মেশিন দিয়ে কাঠ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ইমরান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো: বাচ্চু মিয়া আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এছাড়া বিষয়টি বাড্ডআ থানা পুলিশকে অবগত করা হয়ে তারা এসে নিহতের মরদেহটি নিয়ে গেছে। এবিষয়ে তারা আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।