শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: করোনা ভাইরাসের মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ বঙ্গোপসাগরে অবস্থান করা প্রবল ঘূর্ণিঝড় ‘আম্ফান’র প্রভাবে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর ও তৎসংলগ্ন সুন্দরবনের নদ নদী খুবই উত্তাল রয়েছে। এজন্য আবহাওয়া অধিদফতর সোমবার দুপুর থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৭ নম্বর বিপদ সংকেত বলবত রেখেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূলের আশপাশের এলাকায় মঙ্গলবার দুপুর ৩টা থেকে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে।
এদিকে বুধবার বিকাল বা রাতে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘুর্নিঝড়টি মোংলা বন্দর ও সুন্দরবন উপকুলের উপর দিয়ে সুপার সাইক্লোন আকারে রুপ নিয়ে অতিক্রম করতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। তবে সাগর প্রচন্ড উত্তল রয়েছে এবং সেখানকার সুন্দরবনের জেলেরা নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানায় র্যাব ও দুবলা ফিসারম্যান গ্রুপের সদস্যরা।
অপরদিকে ঘূর্ণিঝড় ‘আম্ফান’র প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে বিশেষ সতর্কতা এলার্ট-৩ জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে খোলা হয়েছে বন্দর কর্তৃপক্ষের তিনটি কন্ট্রোল রুম। বন্দরে এই মুহূর্তে মেশিনারি, কিংকার, সার, জিপসাম, পাথর, সিরামিক ও কয়লাসহ মোট ১১ টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে পণ্য খালাস-বোঝাই বন্ধ রাখার জন্য সতর্কতা জারি হওয়ায় বানিজ্যিক জাহাজের পন্য খালাস-বোঝাইয়ের কাজ বন্ধ রেখেছে বলে জানায় বন্দর ব্যাবসায়ীরা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন মুঠো ফোনে জানান, এ মুহুর্তে বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজ বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে কন্ট্রোল রুম খোলাসহ বন্দরের সকল নৌযান ও স্থাপনায় সতর্কতা জারী করা হয়েছে। যাতে আবহাওয়ার আরো অবনতি হলেই নৌযানগুলো নিরাপদ থাকে বাহিরে বের না হয়। এ ছাড়া বড় বড় বিভিন্ন স্থাপনার উপরও বিশেষ নজর রাখা হয়েছে। বন্দরের বড় ধরনের সমস্যার জন্য ৩টি টাকবোর্টকে প্রস্তুত রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘আম্ফান’র পর্যবেক্ষণে জেলা,উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ পৃথক কন্ট্রোল রুম খুলেছে। জেলার সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। সাইকোন শেল্টার গুলি প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সুন্দরবনে মৎস্যজীবিদের বৃহৎ সংগঠন ‘দুবলা ফিসারম্যান গ্রুপে’র সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ মুঠো ফোনে জানান, আম্ফান’র প্রভাবে সাগরের সুন্দরবন উপকুল সংলগ্ন নদ নদীগুলো খুবই উত্তাল রয়েছে। প্রচন্ড ঢেউয়ের কারণে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলো টিকতে না পেরে তীরে ফিরে আসতে শুরু করেছে। এরই মধ্যে মঙ্গলবার দুর্যোগপুর্ন আবহাওয়া ও বৃষ্টির ফলে সকল জেলেরা তাদের নৌযান নিয়ে কালে নিরাপদে আশ্রয় নিয়েছে। ঘুর্নিঝড়ে ক্ষয়ক্ষতি ও দুর্গতদের উদ্ধার এবং জরুরী ত্রান তৎপরতার জন্য নৌ-বাহিনী ও কোষ্টগার্ড’র পক্ষ থেকে ৭টি জাহাজ ও ৩০টি ছোট ষ্ট্রিট বোর্ট প্রস্তুত রেখেছে। যাতে জরুরী সময় এ নৌযানগুলো কাজে লাগানো যায়।
পুর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ বেলায়েত হোসেন মুঠো ফোনে জানান, সকল জেলেদের পাশ পারমিট বন্ধ করা হয়েছে, পাশাপাশি ঘূর্ণিঝড়ের অবস্থান পর্যবেন করা হচ্ছে, অবস্থা প্রতিকূল না হলে জেলেদের মাছ ধরার অনুমতি দেওয়া হবে না। এরই মধ্যে বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া, পুর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের সকল বন বিভাগের অফিস সমুহের বন রক্ষীদের নিরাপদে থেকে চলাচল করতে বলা হয়েছে। পাশাপাশি বন বিভাগের ৪০টি নৌযান দুর্গতদের উদ্ধার ও সহায়তার কাজে ব্যাবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
দুর্গতদের উদ্ধার এবং জরুরী ত্রান তৎপরতার জন্য নৌ-বাহিনী ও কোষ্টগার্ড’র পক্ষ থেকে ৭টি জাহাজ ও ৩০টি ছোট ষ্ট্রিট বোর্ট প্রস্তুত রেখেছে। যাতে জরুরী সময় এ নৌযানগুলো কাজে লাগানো যায়।
বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ জানান, ঘূর্নিঝড় আম্পান মোকাবেলায় আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। ৪১০টি ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্রের পাশাপাশি সুবিধাজনক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্রে হিসেবে ব্যবহারের উদ্যোগ নিয়েছি। এই নিয়ে আমাদের মোট ৯৭৭ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে।
এসব আশ্রয়কেন্দ্রে ৭ লক্ষাধিক মানুষ আশ্রয় নিতে পারবেন। সার্বিক যোগাযোগ রক্ষার জন্য ১০ টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৮৪ মেডিকেল টিম প্রস্তুত রাখা রাখা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় শুকনো খাবারের ব্যবস্থা রেখেছি আমরা।