শ্রীনগরে করোনায় নতুন আক্রান্ত ১ ও সূস্থ ২; মোট আক্রান্ত ৪৭

0
97

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ জন। ৭০ বছরের এক বৃদ্ধসহ সুস্থ্য হয়েছেন ২ জন। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৭ জন। মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এনিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়ালো ৪৭, তাদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ১১ জন ও ১ জন মারা গেছেন। তিনি জানান, নতুন আক্রান্ত ব্যক্তি ষোলঘর ইউনিয়নের পাকিরা পাড়া এলাকার ১ জন পুরুষ। এছাড়া সুস্থ হয়েছেন গোল্ডেন সিটির বৃদ্ধ শ্যামাপদ ও ফাতেমাতুজ জোহরা নামের এক নারী।

ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম জানান, এর আগে আক্রান্ত ৪৬ জনের মধ্যে পাটাভোগ ইউনিয়নের ৮ জন, ষোলঘর ইউনিয়নে ১০ জন, শ্রীনগর ইউনিয়নে ১৩ জন, তন্তর ইউনিয়নে ২ জন, রাঢ়ীখাল ইউনিয়নে ৪ জন, আটপাড়া ইউনিয়নে ২ জন, ভাগ্যকুল ইউনিয়নে ২ জন, কোলাপাড়া ইউনিয়নে ২ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন নার্স, ১ জন কর্মী ও তার ছেলে।

এছাড়াও উপজেলায় করোনা মুক্ত হয়েছেন ফৈনপুর গ্রামের মো. মহিউদ্দিন ও আফরিন আক্তার, গোল্ডেন সিটি এলাকার নুরুদ্দিন ও তার মেয়ে সানজিদা আক্তার, ষোলঘরে প্রথম শনাক্ত হওয়া নুরজাহান বেগম, ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের সাইফুর রহমান ও নার্গিস বেগম, বেজগাঁও গ্রামের রাজিব মোল্লা ও তার স্ত্রী সালমা আক্তার।

অপরদিকে রাঢ়ীখাল ইউনিয়নের মাইজপাড়া গ্রামরে ১ বৃদ্ধ মারা যাওয়ার ৩ দিন পর তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পরে। ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম শ্রীনগর উপজেলার কারো মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নিকটস্থ স্বাস্থ্য সহকারীর সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।