ঘূর্ণিঝড় সন্ধ্যায় আসবে শুনে সকালে আশ্রয়কেন্দ্র ছেড়ে গেছে মানুষ

0
91

ঘূর্ণিঝড় আম্পা‌ন বুধবার (২০ মে) সন্ধ্যা নাগাদ আঘাত হান‌তে পা‌রে এটা শুনে আশ্রয়‌কে‌ন্দ্রে আসা বে‌শিরভাগ মানুষ সকা‌লে নিজ বা‌ড়ি‌তে ফি‌রে গে‌ছেন।

ত‌বে তারা সন্ধ্যার আগে আবার আশ্রয়‌কে‌ন্দ্রে ফির‌বেন বলে জা‌নি‌য়ে‌ছেন ঘূর্ণিঝড় প্রস্তুত কর্মসূচির (সি‌পি‌পি) উপপ‌রিচালক মো. আব্দুর র‌শিদ।

বুধবার সকাল ৮টায় ব‌রিশাল অঞ্চ‌লের সি‌পি‌পি উপপ‌রিচালক জানান, ব‌রিশাল অঞ্চ‌লের প্র‌তি‌টি আশ্রয়‌কে‌ন্দ্রে গতরা‌তে দেড় থে‌কে দুইশ লোক আশ্রয় নি‌য়ে‌ছিল। সকা‌লে আঘাত হানার বিষয়‌টি বিল‌ম্বিত হওয়ার খব‌রে বা‌ড়ি ফি‌রে যান অনেকেই। ত‌বে ১০ নং মহাবিপদ সং‌কে‌তের খবর ভোর থে‌কেই মেগা‌ফো‌নে উপকূলীয় এলাকাগু‌লো‌তে প্রচার কর‌ছে সি‌পি‌পি কর্মীরা।

এদিকে ব‌রিশাল জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় গতরা‌তে ১ লাখ ৪২ হাজার মানুষ এবং বিভাগীয় প্রশাসন সূত্র জানায় বিভা‌গে ৭লাখ ৮১ জন মানুষ আশ্রয় গ্রহণ ক‌রে‌ছিল।

ব‌রিশাল আবহাওয়া অফিস জানায, ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৯ দশ‌মিক ৩ মি‌লি‌মিটার বৃ‌ষ্টি রেকর্ড করা হয় সেখানে। এছাড়া বাতা‌সের স‌র্বোচ্চ গ‌তি‌বেগ ছিল ঘণ্টায় ১৮ কি‌লো‌মিটার। ব‌রিশা‌লে সকাল থে‌কে দমকা হাওয়া বই‌ছে।