শতাধিক দরিদ্র পরিবারকে ঈদ উপহার দিল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি

0
101

কামাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সংকট কালীন সময়ে সুনামগঞ্জ জেলায় কর্মহীন হয়েপড়া শতাধিক দারিদ্র পরিবারকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি দিল সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটি।

বুধবার (১৯ মে) দুপুরে শহরের পৌরবিপণিস্থ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে ও সমাজসেবক শংকর দাস, আসাদুজ্জামান এর সহযোগীতা ঈদ উপহার হিসেবে শতাধিক নারী /পুরুষের মাঝে নতুন শাড়ি বিতরণ করেন।

বিতরণ কালে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক আসাদুজ্জামান সেন্টু, বাস মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় ঈদ উপহার বিতরণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাসুম হেলাল, সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, আবেদ মাহমুদ চৌধুরী, সাহাবুদ্দিন আহমেদ, মাহবুবুর রহমান পীর, ঝুনু চৌধুরী, আল-হেলাল, অরুণ চক্রবর্তী, মাসুক মিয়া, একেএম মহিম, শামস শামীম, হিমাদ্রী শেখর ভদ্র, সেলিম আহমদ তালুকদার, মাহমুদুর রহমান তারেক, একে কুদরত পাশা, হাসান চৌধুরী, মো. জসিম উদ্দিন, শামসুল কাদির মিছবাহ, রাজন মাহবুব, বিশ্বজিৎ সেন পাপন, মো. আমিনুল ইসলাম, আমিনুল হক, ফোয়াদমণি তালুকদার, দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, কর্নবাবু দাস।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে আমরা বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করেছি। এরই অংশ হিসেবে দরিদ্র্যদের মাঝে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ঈদ উপহার হিসেবে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে।