ভোলায় ঘূর্ণিঝড় আম্ফান সম্পর্কে সচেতনতা প্রচার চালাচ্ছেন সেচ্ছাসেবী সংগঠন

0
82

ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফান সম্পর্কে মানুষদের সচেতন করছেন ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠন এবং সিপিপির সদস্যরা।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের প্রতিটি গ্রাম এবং জেলে পল্লীতে তারা উক্ত ঘূর্ণিঝড় সম্পর্কে মানুষদের সতর্ক থাকতে এবং পাকাঁ ধান ও মৌসুমি ফসল ঘরে তুলে রাখার জন্য বলেন। পাশাপাশি তারা ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি হিসেবে ঘরে শুকনো খাবার নিয়ে রাখার কথাও বলেন এবং প্রতিটি সাইক্লোন সেন্টার খুলে রাখার জন্য বলেছেন।

এসময় সিপিপির ইউনিয়ন টিম লিডার মামুন সদস্য সোহেল এবং ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়কারী ইয়ামিন হোসেন, সহ সভাপতি ইকবাল হোসেন, পারভেজ রনি, সদস্য সোহেল, জোবায়ের, রাছেল, দিপু রায়, বাছেদ, আর এস রাছেল প্রমুখ উপুস্থিত ছিলেন।

এ ছাড়া ও সকাল থেকে ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়ার উদ্যােগে মাইকিং করা হয়েছে।