পুঠিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলার পালাতক আসামী আটক

0
89

পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলার পালাতক আসামী জালাল উদ্দিন (৬০) কে র‌্যাব-৫ আটক করেছে। মঙ্গলবার দুপুর পৌনে দুইটার সময় তার বাড়ির পার্শ্বের একটি ভুট্রার ক্ষেত থেকে তাকে আটক করা হয়।

এলাবাসী সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫ এর চার থেকে পাঁচ জনের একটি দল ছদ্মবেশের দল তার উস্থিতি টের পেয়ে ভুট্টা ক্ষেতে অভিযান চালায়। সেসময় এলাবাসীর সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হয়।

উল্লেখ্য গত ১৪ মে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় পারিবারিক কলহের জের ধরে উপজেলার জিউপাড়া ইউনিয়নের নলপুকুড়িয়া গ্রামের জালাল উদ্দিন তার স্ত্রী জামফুরা বেগম (৫০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে জামফুরা বেগমের বড় ছেলে লালু মন্ডল তার বাবা জালাল উদ্দিনকে আসামী করে পুঠিয়া থানায় মামলা দায়ের করেন। এর পর থেকে জালাল উদ্দিন পালাতক ছিলো।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, আসামী জালাল উদ্দিনকে র‌্যাব আটক করেছে আমি শুনেছি। তবে এখন থানায় তাকে জমা দেওয়া হয়নি। থানায় জমা হলে আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে পাঠানো হবে।