উল্লাপাড়ার খাদুলী মানব সেবা উন্নয়ন ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

0
57

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়ায় করোনাকালে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় ১৩০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন খাদুলী মানব সেবা উন্নয়ন ফাউন্ডেশন। মঙ্গলবার সকালে খাদুলী বাজার চত্বরে দুস্থদের হাতে এ ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম জানান, বড় পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামের বিভিন্ন কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা উন্নয়ন ফাউন্ডেশন। শিক্ষার্থীরা তাদের পড়াশোনার খরচ বাঁচিয়ে দুস্থদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, সেমাই, লাচ্ছা, সুজি, চিনি, লবন ও সাবান।

খাদ্য সামগ্রী গ্রহিতা আব্দুর রহিম জানান, এই দুর্যোগ ও ক্লান্তিকালে তাদের বিতরণকৃত খাদ্য সামগ্রী আমাদের মত অসহায়দের অনেক উপকারে আসবে।

Author