তাহিরপুরে শুল্ক বন্দর দিয়ে কয়লা ও চুনাপাথর আমদানি শুরু

0
75

রাহাদ হাসান মুন্না,তাহিরপুরঃকরোনা পরিস্থিতির কারণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের ৩টি শুল্ক বন্দর দিয়ে কয়লা ও চুনাপাথর আমদানি বন্ধ হয়ে গিয়েছিল।

দীর্ঘ প্রায় সাত মাসপর বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর থেকে বাগলী শুল্ক বন্দর দিয়ে ফের চুনাপাথর আমদানি শুরু হয়েছে।লকডাউন পরবর্তী সময়গুলোতে কয়লা ও চুনাপাথর আমাদানি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছিলেন কয়েক হাজার শ্রমজীবী মানুষ। আমদানিকারকরাও পড়েছিলেন বিপাকে।

আজ থেকে চুনাপাথর আমাদানি শুরু হওয়ায় এ কাজে নির্ভরশীল শ্রমজীবী ও আমদানিকারকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।বাগলী চুনাপাথর ও কয়লা আমদানিকারক সমিতির সভাপতি মো. খালেক মোশাররফ জানিয়েছেন, কয়লা ও চুনাপাথর আমদানি বন্ধ থাকায় শ্রমজীবী লোকজনের পাশাপাশি বিপাকে পড়েন আমদানিকারকরাও। আজ চুনাপাথর আমদানি শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আজ প্রথম দিনে ৬৩ মেট্রিকটন চুনাপাথর আমাদানি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বাগলী চুনাপাথর ও কয়লা আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনির, সহ-সভাপতি মো. উমর আলী, কার্যকরী কমিটির সদস্য শেখ মোস্তফা, লিটন মিয়া, আলী হোসেন প্রমুখ।